শীতের সকালে কুয়াশার চাদর,
প্রেমিকার চোখে জ্যোৎস্নার আধার।
চট্টগ্রামের পাহাড়ি পথে,
হাত ধরে হাঁটি মৃদু শীতে।
এক কাপ চা, ধোঁয়ার কুন্ডলী,
তোমার হাসি, হৃদয় জ্বলি।
আনমনা বসি আকাশের তলে,
চায়ের কাপে যেন প্রেম মিশে চলে।
শীতল হাওয়া, জলের গুঞ্জন,
তোমার গানে বাঁধে মন।
চট্টলার পথে হারাই নিজে,
তুমি আর আমি স্মৃতির ভিঁজে।
প্রেম, চা আর শীতের সন্ধ্যা,
চট্টগ্রামের রঙিন কবিতা।
তোমার স্পর্শে মিলে যায় প্রাণ,
শীতের চট্টগ্রাম, ভালোবাসার গান।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন