উড়ছে মিসাইল পুড়ছে নগর
মরছে এক আকাশের অধিবাসী,
পাথর চোখে দেখছে মানুষ
কেউ ব্যথী কেউবা যুদ্ধ বিলাসী!
ইরান পোড়ে, ফিলিস্তিনী মরে,
কাবার জন্য মন করে হাহাকার;
দুর্বল ঈমানের কোটি মুসলিম
অনৈক্যে হাবুডুবু, জানেনা কে কার!
পুরো পৃথিবী শাসনের এখনই সময়
আর ঘুমিওনা জাগো মুসলিম,
ঐক্যবদ্ধ হও ইসলামি উম্মাহ।
এখনই মরার সময়,
এখনই ইতিহাস রচনার সময়:
এখনই মারার সময়,
ইয়া রব, দাও শক্তি সাহস
ভয়-কে করো জয়।
১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ।
দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল। বাঁশতলা, ঢাকা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন