বৃষ্টি হচ্ছে এই গ্রহে
সৌমিত্র চট্টোপাধ্যায়
এত শতাব্দী ধরে বৃষ্টি হচ্ছে এই গ্রহে
তার বর্ণনার জন্য
বিশেষণ গুলো শেষ হয়ে গেছে ফুরিয়ে গেছে
অথচ প্রতিবছর
ঋতু পরিবর্তনের ডাক এলেই
বর্ষার মেঘে এই উপত্যকা শিউরে ওঠে
জল ভরা মেঘকে কেউ
পরজন্য বলে সম্বোধন করবে বলে
সে অপেক্ষা করে না
পাহাড় প্রান্তর ধুয়ে দেয়
নির্বিশেষ ভিজতে থাকে
কংক্রিট টিন খড়ের ছাউনি.
~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, মধ্যরাতের সংকেত)
তার বর্ণনার জন্য
বিশেষণ গুলো শেষ হয়ে গেছে ফুরিয়ে গেছে
অথচ প্রতিবছর
ঋতু পরিবর্তনের ডাক এলেই
বর্ষার মেঘে এই উপত্যকা শিউরে ওঠে
জল ভরা মেঘকে কেউ
পরজন্য বলে সম্বোধন করবে বলে
সে অপেক্ষা করে না
পাহাড় প্রান্তর ধুয়ে দেয়
নির্বিশেষ ভিজতে থাকে
কংক্রিট টিন খড়ের ছাউনি.
~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, মধ্যরাতের সংকেত)
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন