সৌমিত্র চট্টোপাধ্যায়

যত ভাবি থাক পড়ে কাহিনিরা
থাক নষ্ট বিয়োগান্ত শোক
ভাবি তুমি উঠে এসে শয্যা ছেড়ে
খুলে রাখো যাপিত নির্মোক
একটু তবু দুঃখ থেকে যায়
চরের ওপরে যেন পলি
যত ভাবি অরণ্য প্রান্তরে চলে যাব
শূন্য করে ব্যগ্ৰ অঞ্জলি
যাওয়া তবু হয় না তো, থাকে
কাহিনির দুঃখ সুখ সংঘর্ষই যত
তবু ভাবি উঠে চলে যাই
ফেলে রেখে কারাদ্বারে হৃদয়ের ক্ষত
কাহিনিরা পড়ে থাক ধ্বস্ত ইতিহাস
নদীচরে অনাগত শস্যের উন্মুখ
যে কখনও আসবেনা তার স্বপ্নে আমি থেকে যাই
তটের মতন বুকে নদী সুখের সদৃশ এ অসুখ.

~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, ক্যালাইডোস্কোপ)

১২৬
মন্তব্য করতে ক্লিক করুন