বাবা মানে একটা আদর
স্নেহের শাসন বারণ,
বাবা মানে এক জীবনে
‘সব পেয়েছি’র কারণ।

বাবা মানে লিখব কি আর
কম পড়বে পাতা!
বাবা মানে খুব গোপনের
লুকিয়ে রাখা ব্যথা!

বাবা মানে কাঁদবে একা
সুখ দিয়ে সংসারে,
বাবার মত সহ্যশীল আর
ক’জন হতে পারে!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন