সুদীপ তন্তুবায় নীল

কবিতা - ফাঁকি

লেখক: সুদীপ তন্তুবায় নীল

যতো দিন যায়, সময় হারায়
নীরবতা ঘিরে ধরে,
আঁধারে কোথাও আয়োজন চলে
মৃত্যুর ঘরে ঘরে!

কারো বা সকাল, কারো পরকাল
ইচ্ছেরা থাকে বাকি,
কেউ তো জানে না, কে কেমন করে
দিয়ে যাবে কবে ফাঁকি!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন