সুদীপ তন্তুবায় নীল

কবিতা - জীবনটা আজ ছেঁড়া হেডফোন

সুদীপ তন্তুবায় নীল

জীবনটা আজ ছেঁড়া হেডফোন
ভাঙা মোবাইল মন,
ততটুকু সব খোঁজ রাখে, যার
যতটুকু প্রয়োজন।

প্রয়োজন ছিল চেনা মুখগুলো
পাশে থাক অসময়,
মুখগুলো আজ মুখোশের পাশে
বদলেছে পরিচয়।

পরে পড়বো
২৬৭
মন্তব্য করতে ক্লিক করুন