পরের কষ্টে হাসে যারা
তারাই থাকুক সুখে,
সব অপমানের জবাব এখন
দিই না নিজের মুখে।

বৃথা তর্কে যাওয়ার চেয়ে
চুপ থাকাটাই শিখি,
খারাপ-ভালোর জবাবগুলো
সময় দেবে ঠিকই।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন