কবিতা - স্মৃতিদের মোবাইল সুদীপ তন্তুবায় নীল বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা বৃষ্টির থেকে বিরহ কিনেছি পকেটে রেখেছি সুখ, আবছা আলোতে দেয়ালের গায়ে ছায়াদের হাসিমুখ। জোনাকি মিছিলে দু’চোখ বেঁধেছি খুঁজেছি অন্তমিল, বুকের শহরে বেজে ওঠে আজও স্মৃতিদের মোবাইল। ♥ ০ পরে পড়বো ৭৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন