সুদীপ তন্তুবায় নীল

কবিতা - স্মৃতি ও ঘুম

লেখক: সুদীপ তন্তুবায় নীল

খুব জ্বালাতন করছি তোমায়
দিচ্ছি শুধু ব্যথা,
একটা সময় ঘুমিয়ে যাবো
বলবো না আর কথা!

সেদিন তোমার কাঁদবে দু’চোখ
আমায় কাছে পেতে,
স্মৃতি হয়েই থাকবো পড়ে
ফোনের গ্যালারিতে।

কনটেক্টের সেভ করা নাম
ছুঁড়েই দিও ফেলে,
কল মেসেজ আর আসবে না গো
তোমার মোবাইলে।

যাবো যেদিন ফিরবো না গো
বিদায় বলে দিও,
যত্ন করে চুল বেঁধো আর
কপালে টিপ নিও।

১৩৪
মন্তব্য করতে ক্লিক করুন