কবিতা - ভোর, সকাল শুভশ্রী রায় অন্যান্য কবিতা এখন ভোর, একটু পরে আসবে সকাল অনন্ত ছড়ানো আলোর অপার্থিব জাল। রাতের আঁধারের সাথে মুছে গেছে কাল এস না, তুলে দিই সাতরঙা ইচ্ছার পাল! ♥ ০ পরে পড়বো ১৭২৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন