কমরেড ও মৌ
শুভশ্রী রায়
কমরেড আমার নামী বামপন্থী বটেন
কিন্তু সেটা এমন কোনো ব্যাপারই নয়।
আসল কথা হ'ল, যাকে বলে সাচ্চা বস্তু
তাঁকে দেখে আমার হৃদয়ে আলোড়ন হয়।
দৃঢ় কমরেড আমার সমস্ত জ্বলন্ত ইস্যুতে
নেমে পড়ে বেআরাম অলিগলি বা রাস্তায়
কিন্তু সেটা বড় কথা নয়, ব্যাপারটা হ'ল
ভাষণের ফাঁকে সে আমার দিকেও তাকায়।
কমরেড আমার অবশ্যই একটু কাঠ-কাঠ
কিন্তু সেটাই বা কী করে বড় কথা হয়!
আমি একদম তার কাঠামোয় ঢুকে গ্যাছি
আমি তো তার কেঠো ভাব করেছি জয়।
কমরেড আমার রাজনীতি গুলে খায়
যেন চিনির সঙ্গে চা, যেন শরবতে গন্ধরাজ
তবু তো আমাকে হজম করতে পারে না
অনেকটাই মেনে নেয় অবাধ্য হৃদয়ের রাজ।
তার হৃদয় অনেক বড় তবে সে দল-অন্ত প্রাণ
তাই বলে কমরেডীয় হৃদয়ে কী নেই আর কিছু?
আছে নিশ্চয় এক ব্যাকুল আবেগী মৌমাছি
মিছিল ভাঙার পর যে ছুটেছিল তার পিছুপিছু।
আমার কমরেড কৈশোর থেকে রাজনীতি করে
কখনো মাথায় ওঠায়নি কোনো রমণীর প্রীতি
হোক সে কোনো মোহিনী কিম্বা সাদামাটা কবিনী
তবু তার মন মাঝেমাঝে করে গুনগুন মৌ-রীতি।
কিন্তু সেটা এমন কোনো ব্যাপারই নয়।
আসল কথা হ'ল, যাকে বলে সাচ্চা বস্তু
তাঁকে দেখে আমার হৃদয়ে আলোড়ন হয়।
দৃঢ় কমরেড আমার সমস্ত জ্বলন্ত ইস্যুতে
নেমে পড়ে বেআরাম অলিগলি বা রাস্তায়
কিন্তু সেটা বড় কথা নয়, ব্যাপারটা হ'ল
ভাষণের ফাঁকে সে আমার দিকেও তাকায়।
কমরেড আমার অবশ্যই একটু কাঠ-কাঠ
কিন্তু সেটাই বা কী করে বড় কথা হয়!
আমি একদম তার কাঠামোয় ঢুকে গ্যাছি
আমি তো তার কেঠো ভাব করেছি জয়।
কমরেড আমার রাজনীতি গুলে খায়
যেন চিনির সঙ্গে চা, যেন শরবতে গন্ধরাজ
তবু তো আমাকে হজম করতে পারে না
অনেকটাই মেনে নেয় অবাধ্য হৃদয়ের রাজ।
তার হৃদয় অনেক বড় তবে সে দল-অন্ত প্রাণ
তাই বলে কমরেডীয় হৃদয়ে কী নেই আর কিছু?
আছে নিশ্চয় এক ব্যাকুল আবেগী মৌমাছি
মিছিল ভাঙার পর যে ছুটেছিল তার পিছুপিছু।
আমার কমরেড কৈশোর থেকে রাজনীতি করে
কখনো মাথায় ওঠায়নি কোনো রমণীর প্রীতি
হোক সে কোনো মোহিনী কিম্বা সাদামাটা কবিনী
তবু তার মন মাঝেমাঝে করে গুনগুন মৌ-রীতি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন