মরূদ্যান
শুভশ্রী রায়
কোন সে আদিগন্ত প্রকৃত মরূভূমি
শুষে নিতে চায় হৃদয়ের সবটুকু জল,
আমার সবটুকু সরসতা টেনে নিতে
কার আগ্রহ চূড়ান্ত?
সে এক ধারাবাহিক শুষ্কতার পরম্পরা
অশেষ কষ্টকন্টকে
সভ্যতাকে যা মজবুত করেছে,
প্রতিকূলতার মুখোমুখি সব দিকে
বিস্তারিত হ'তে বলেছে বারবার।
সে এক বালির সমুদ্র অপার
এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যার
তৃষ্ণার্ত সভ্যতা করে পারাপার
যাত্রাপথে বাধা সয়ে সয়ে
সমষ্টির জীবনীশক্তি বাড়ে বারবার।
এই বালিপটের বিপরীত নই আমি
মরূর বিরুদ্ধে ছিলাম না কোনো দিনও
বস্তুত আমি এই মরূর সজল হৃদয়
তার সমস্ত ভালোবাসা আমি
ধারণ করে থাকি স্বচ্ছতায়।
সে আমাকে যতটা চায়
আমিও ততটাই চাই তাকে, যুগে যুগে
আমাদের ঘিরে জীবনের অজস্র উপকথা
তৈরি হয়, বেঁচে থাকার স্বপ্ন যার সার।
মহার্ঘ প্রাণময় স্বস্তির দুর্লভ নীরবিন্দু ঘিরে
নিরন্তর বালুকারাশির পাশ দিয়ে
হেঁটে চলে যায়
আবহমানের জল ও উর্বরতা সন্ধানী মানবসভ্যতা।
শুষে নিতে চায় হৃদয়ের সবটুকু জল,
আমার সবটুকু সরসতা টেনে নিতে
কার আগ্রহ চূড়ান্ত?
সে এক ধারাবাহিক শুষ্কতার পরম্পরা
অশেষ কষ্টকন্টকে
সভ্যতাকে যা মজবুত করেছে,
প্রতিকূলতার মুখোমুখি সব দিকে
বিস্তারিত হ'তে বলেছে বারবার।
সে এক বালির সমুদ্র অপার
এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যার
তৃষ্ণার্ত সভ্যতা করে পারাপার
যাত্রাপথে বাধা সয়ে সয়ে
সমষ্টির জীবনীশক্তি বাড়ে বারবার।
এই বালিপটের বিপরীত নই আমি
মরূর বিরুদ্ধে ছিলাম না কোনো দিনও
বস্তুত আমি এই মরূর সজল হৃদয়
তার সমস্ত ভালোবাসা আমি
ধারণ করে থাকি স্বচ্ছতায়।
সে আমাকে যতটা চায়
আমিও ততটাই চাই তাকে, যুগে যুগে
আমাদের ঘিরে জীবনের অজস্র উপকথা
তৈরি হয়, বেঁচে থাকার স্বপ্ন যার সার।
মহার্ঘ প্রাণময় স্বস্তির দুর্লভ নীরবিন্দু ঘিরে
নিরন্তর বালুকারাশির পাশ দিয়ে
হেঁটে চলে যায়
আবহমানের জল ও উর্বরতা সন্ধানী মানবসভ্যতা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন