শুভশ্রী রায়

কবিতা - সোজা বোঝা

লেখক: শুভশ্রী রায়

নেই আমার ধর্ম নিয়ে কট্টর পন্থা বা দেখনদারি,
ঘটাপটা করে উপাসনার সাথেও এক্কেবারে আড়ি,
পুণ্য কিসে,কী ভাবে হয় পাপ হয়নি আমার বোঝা;
জানি- মানুষকে কষ্ট দিয়ে ঈশ্বরকে যায় না খোঁজা।

৭৩
মন্তব্য করতে ক্লিক করুন