তুমি – ৪৪

ভাস্কর চৌধুরী ভাস্কর চৌধুরী

সরোবরে মাছ আর তোমার সাথে গোপন আলাপ
একরূপ মনে হলে ভাবি, বাতাস বুঝি কিছু জানে।

তুমি কিছু জানো কিনা সে কথা কে জানে তবে?
বলো নি কিছুই, ছিলো নীরবতা, গোপন বিলাস।

নীরবতা চিরকাল উভয়ের হলে, নিরবেই ভাঙতে হয়
ইশারা গুলো স্বয়ং শিক্ষিত, জীবনের দায়
বাঁচতে গেলে অবশেষে সকল বিরাম সংক্ষেপ হয়
কথা আসে ভোরে, তুমি আসো শিউলি সফরে
বিনয় করে দুজনে কফির মগে কান্না থামাই।

কান্না কোনো রোগ নয়, কান্না হলো সফল নিরাময়
তৃপ্তি করে কাঁদা গেলে, বিরাগ বলে কিছুই থাকে না
এ কথা জেনেই একরাতে কি গভীর কান্না হয়ে গেলো
কান্নার জল চেটে খাওয়া সে এক পরম সুখের কাল
বলেছিলে তৈরি থেকো, যাবো আজ যখন বিকাল।

বিকেল নয়, মাঝরাতে পাশাপাশি কফি পান
করে যারা
তারা বোঝে, ভালোবাসার কোথায় নিদান।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন