বিপন্নতা
ভাস্কর চৌধুরী
ছিলো কৌতূহল, সারাদিন গল্প হলো , গভীর থেকে গভীরে হাতড়ে দেখে বোঝা গেলো
পৃথিবীর মাটির গভীরে যেনো ঢুকে যাচ্ছি, কাদাখোচা চঞ্চু আমার
অতঃপর বিকেল বেলার শেষে সূর্য চলে গেলে, তুমিও বিদায় নিলে
শূন্য মাঠ, ঘাম ও ঘটনা,ক্ষনেক বিস্মরণ ,
আশ্বিনের ধানের মাঠে টলটলে জলের ভেতর কিছুটা শয়ন
হতাশা বোধ , তুমিহীন অথচ নিশ্চয় তুমি অসহ্য ছিলে কিছুক্ষন
তারপর আমি যখন একাকী, ঐদিকে মেহেরচন্ডিতে যাবো কিনা ভাবতে ভাবতে
তোমার দিকে পুনরায়।
মানুষ আসলে কার কাছে কি চায়?
কতটুকু চায়?
সুখ?
দুঃখ?
বিপন্নতা অথবা কিছুটা ক্লান্তি
বাহুসন্ধির ঘাম চেটে খায় মাতাল মানুষ।
ভাতের বদলে ঘাম
ভাতের বদলে হাত
ভাতের বদলে ঠোঁট
চাটতে চাটতে মানুষ বিষন্নতায় বাহুর ভেতর মুখ ঢেকে
প্রহর কাটিয়ে দেয়।
আশ্চর্য মানুষ!
চালের কাছে চুক্তি করে নারীর কাছে যায়।
পৃথিবীর মাটির গভীরে যেনো ঢুকে যাচ্ছি, কাদাখোচা চঞ্চু আমার
অতঃপর বিকেল বেলার শেষে সূর্য চলে গেলে, তুমিও বিদায় নিলে
শূন্য মাঠ, ঘাম ও ঘটনা,ক্ষনেক বিস্মরণ ,
আশ্বিনের ধানের মাঠে টলটলে জলের ভেতর কিছুটা শয়ন
হতাশা বোধ , তুমিহীন অথচ নিশ্চয় তুমি অসহ্য ছিলে কিছুক্ষন
তারপর আমি যখন একাকী, ঐদিকে মেহেরচন্ডিতে যাবো কিনা ভাবতে ভাবতে
তোমার দিকে পুনরায়।
মানুষ আসলে কার কাছে কি চায়?
কতটুকু চায়?
সুখ?
দুঃখ?
বিপন্নতা অথবা কিছুটা ক্লান্তি
বাহুসন্ধির ঘাম চেটে খায় মাতাল মানুষ।
ভাতের বদলে ঘাম
ভাতের বদলে হাত
ভাতের বদলে ঠোঁট
চাটতে চাটতে মানুষ বিষন্নতায় বাহুর ভেতর মুখ ঢেকে
প্রহর কাটিয়ে দেয়।
আশ্চর্য মানুষ!
চালের কাছে চুক্তি করে নারীর কাছে যায়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন