অবহেলা

ভাস্কর চৌধুরী ভাস্কর চৌধুরী

অবহেলা করে সমুখ দিয়ে হেঁটে গেলে তুমি
বুকে বেজে ওঠে তোমার খড়ম, হাইহিল
আমার চিরকালীন বিষন্নতায় দাগ লাগে
আমি এ রকম দাগের ভেতর , তুমি অবহেলা দিলে
আমি অবহেলা শব্দের অর্থ বুঝি ঠিক তোমার
ছায়া চলে গেলে
তুমি কোথায় যাও? কার কাছে যাও? শুয়ে থাকো
সন্ধ্যার পর নক্ষত্রপুঞ্জের মতো একে একে প্রশ্ন জাগে
তুমি কারো কাছে হাঁটু গেড়ে ভিক্ষে করো নাকি?
আমি যেমন তোমার কাছে জাগরিত স্বপ্নে ভিক্ষে করি?
ভালোবাসা চিরকাল হাঁটু গেড়ে ভিক্ষার ব্যাপার হয়
তুমি ভালোবাসা দেবে কিনা জানবার আগে
আমি হাঁটু গেড়ে ভিক্ষা নিতে বসি।
আর তোমার ছায়া আমার হাঁটু মাড়িয়ে দূরে সরে যায়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন