ইয়াকুব আলী তুহিন

কবিতা - একগুচ্ছ বাণী

লেখক: ইয়াকুব আলী তুহিন

১. “অজানাকে জানার আগ্রহই হলো সত্যিকারের জ্ঞানী হওয়ার প্রথম পদক্ষেপ। প্রকৃত জ্ঞানী সেই, যে জানার শেষে নয় শুরুর আগ্রহেই আনন্দ খুঁজে পায়।”

২. “পরিশ্রমই একমাত্র উপায় যা তোমাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। সফলতা শুধু স্বপ্নে নয়, তার বাস্তবায়নে নিহিত।”

৩. “কবিতায় প্রকাশ পায় সমাজের না বলা কথা, যা অনেকের অন্তরে স্পর্শ করে।”

৪. “কবিরা রঙে আঁকেন না, বরং শব্দে আঁকেন জীবনের পূর্ণাঙ্গ ছবি।”

৫. “স্বাধীনতার সূর্য যখন বাংলাদেশের আকাশে উঁকি দেয় তখন সব আশা নতুন করে জন্ম নেয়।”

৬. “বাংলাদেশ, তুমি এক টুকরো স্বপ্ন, যেখানে পলাশের মতো আগুন আর হরিতকীর মতো শান্তির মেলবন্ধন। তোমার মাটির গভীরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর আকাশে ভাসছে চিরদিনের স্বাধীনতার চিহ্ন।”

৭. “বাংলাদেশ, তোমার আকাশের নীলতা আর মাটির সুবাস আমাদের আত্মার শান্তির মন্ত্র। অতীতের গৌরব ও বর্তমানের সংকল্প, বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।”

৮৬
মন্তব্য করতে ক্লিক করুন