কবিতা - বিবেক শংকর ব্রহ্ম অনুকাব্য বিবেক শংকর ব্রহ্ম “বিবেক জাগ্রত কর” বলে বলে মহাপুরুষেরা যখন ক্লান্ত,ধ্বস্ত মেরুদন্ড গেছে সল্প বেঁকে, ঠিক তখনই ক্লান্ত বিবেক পালাল মানুষের হৃদয়ের থেকে। সমাহিত সে এখন কবরের নীচে। ♥ ০ পরে পড়বো ২৩৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন