শংকর ব্রহ্ম

আলোচনা - ছন্দ জয় মন্দ নয়

লেখক: শংকর ব্রহ্ম
প্রকাশ - বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

ছন্দ জয় মন্দ নয়
শংকর ব্রহ্ম

[ক].
————————————–
গায়ত্রী ছন্দ
————————————–

গায়ত্রী ছন্দে আটটি শব্দাংশ-যুক্ত মোট তিনটি পাদ থাকে। কিন্তু ঋগ্বেদ সংহিতায় উল্লিখিত গায়ত্রী মন্ত্রে একটি শব্দাংশ কম। এই মন্ত্রের প্রথম পাদে সাতটি শব্দাংশ। তাই তিন-শব্দাংশযুক্ত “বরেণ্যং” শব্দের পরিবর্তে “বরেণীয়ং‌” শব্দটির দ্বারা শব্দাংশের সংখ্যায় সমতা আনা হয়।

[খ].
————————————–
মন্দাক্রান্তা ছন্দ
————————————–

মন্দাক্রান্তা ছন্দ সতেরো অক্ষরের। এই শ্রেণীর ছন্দের প্রধান বৈশিষ্ট্য এই যে, এর প্রতি পঙক্তির বর্ণগুলি লঘু-গুরু ক্রমে নির্দিষ্ট ক্রমে বিন্যস্ত হয়ে থাকে। প্রতি পঙক্তির বর্ণসংখ্যা এবং লঘু-গুরু ক্রমে বিন্যাসের বৈচিত্রভেদে রচিত প্রত্যেকটি ছন্দ এক-একটি বিশেষ নামে পরিচিত হয়ে থাকে।

[গ].
————————————–
অনুষ্টুপ ছন্দ
————————————–

অনুষ্টুপ ছন্দে চারটে করে চরণ থাকবে আর তার প্রতিটি চরণ থাকবে আটটা অক্ষর।প্রত্যেক চরণে ষষ্ঠ অক্ষর গুরু হবে আর পাঁচ নং হবে লঘু। সপ্তম অক্ষর প্রথম এবং তৃতীয় চরণে গুরু হবে আর দ্বিতীয় ও চতুর্থ চরণে হ্রস্ব হবে ।
এবার দেখা যাক ‘গুরু’ এবং ‘লঘু’ বলতে কী বোঝায়। স্বরবর্ণের — অ- ই-উ-ঋ-ঌ : হল লঘু বর্ণ এবং আ-ঈ-এ-ঐ-ও-ঔ –ৠ-ৡ : হ’ল গুরু বর্ণ। এছাড়াও কিছু ব্যতিক্রম ও আছে। আমরা যদি এর একটা ছক তৈরি করি , তা হ’বে এ রকমঃ-
শব্দাংশ









প্রথম চরণ




লঘু
গুরু


দ্বিতীয় চরণ




লঘু
গুরু
লঘু

তৃতীয় চরণ




লঘু
গুরু


চতুর্থ চরণ




লঘু
গুরু
লঘু

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন