এই সেদিন উপজেলা সদর থেকে
বড় রাস্তা দিয়ে বাড়ী ফিরছিলাম
এক ভাইয়ের বাইক-এর পিছনে বসে।
হঠাৎ দেখি একটা কুকুর রাস্তার মাঝখানে এসে দিক বেদিক হয়ে গেল।
সে বুঝতে পেরেছে বিপদে পড়েছে
ছুটোছুটি’র এক পর্যায়ে একটা মালবাহী লরির তলে পড়ে যায়।
হঠাৎ একটা বিকট শব্দ;
ঠিক যেমন গ্রাম্য বাড়ীর মাটির চুলোয় আগুনে পোড়া শুকনো বাঁশের শব্দ,
শুনেছি শ্মশানেও নাকি এমন শব্দ হয়।
নির্মম আতংকিত দৃষ্টিতে চেয়ে আছি
কুকুরের পিছনের বা’দিকের পা থেঁতলে গেছে,
তার ভাষায় সে চিৎকার করতে করতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যাচ্ছে।
আজ, এই কুকুর আর আমাদের ব্যবধান!
সে মেনে নিতে শিখেনি, আর আমরা মেনে নেওয়ার নির্লজ্জ সংজ্ঞা দিতে জানি।
তার চিৎকারে অর্থ দুইটি, অসহ্য যন্ত্রণার আর প্রতিবাদের,
আমাদের প্রতিবাদ, বাদ হয়ে সেই কবে ময়লার স্তুপে পড়ে আছে।
তবে চিৎকার করে কাঁদতে জানি, কোন এক নির্জনে!
যেন শব্দ দূষণ না হয়।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন