সামস রবি

কবিতা - অপারগতা

লেখক: সামস রবি

অন্ধত্বের যে শৃঙ্খল পরাধীনতায় বন্দি করেছি নিজেকে,
সেখানে গলা টিপে হত্যা করা হোক আমার সকল জিজ্ঞাসা।
সৃষ্টি, স্রষ্টা, নিজে এবং সুন্দরকে জানার যে প্রবল আগ্রহ জন্ম নিয়েছে,
তার নূন্যতম বোধকেও হত্যা করে ফেলে দেওয়া হোক দায়হীন অন্ধকার সাগরে।

৩২৬
মন্তব্য করতে ক্লিক করুন