আমি বাঙালি

মো: সাব্বির খান

আমি বাঙালি,
আমি বাংলায় কথা বলি,
আমি বাংলার মানুষকে ভালোবাসি।
আমি আমার জীবনকে বাংলায় রেখে যেতে চাই,
বাংলা আমার প্রাণ, আমি বাংলা ভালোবাসি।।

আমি ভালোবাসি, ভালোবাসি, ভুলি নাই,
এ বাংলা আমার।
বাংলা আমার প্রাণ, আমি বাংলা ভালোবাসি।।

আমি দেখেছি—
বায়ান্নতে ভাষার জন্য প্রাণ দিয়েছে,
একাত্তরে দেশের জন্য দিয়েছে জীবন বিলায়ে।
আমি ভুলি নাই, ভুলি নাই
আবার হেনেছে আঘাত চব্বিশের প্রান্তরে।

আমি ভালোবাসি, ভালোবাসি, ভুলি নাই,
এ বাংলা আমার।
বাংলা আমার প্রাণ, আমি বাংলা ভালোবাসি।

কথার স্বাধীনতা কেড়ে নিতে চায়,
রুখে দাঁড়ায় জনতা।
বসতভিটা ছিন্ন করে,
দেহ তার রক্তে মাখা।
অধিকার আদায়ে প্রাণপণ লড়াই,
সহে না এ বীর জনতা।

আমি ভালোবাসি, ভালোবাসি, ভুলি নাই,
এ বাংলা আমার।
বাংলা আমার প্রাণ, আমি বাংলা ভালোবাসি।

আকাশে ভাসে বিজয়ের গান,
লাল-সবুজে মিশে মুক্তির বান।
এ মাটির গন্ধ, নদীর কলতান,
চিরকাল বাঙালির স্বপ্নের সন্ধান।

আমি ভালোবাসি, ভালোবাসি, ভুলি নাই,
এ বাংলা আমার।
বাংলা আমার প্রাণ, আমি বাংলা ভালোবাসি।

আজও যদি কেউ কাঁপাতে চায় মাটি,
জেগে ওঠে বীর বাঙালি
শক্ত হাতে গড়ে বন্ধন
ছিন্ন করে যত ইন্ধন।

আমি ভালোবাসি, ভালোবাসি, ভুলি নাই,
এ বাংলা আমার।
বাংলা আমার প্রাণ, আমি বাংলা ভালোবাসি।

বাংলা কখনও হার মানে না,
হৃদয়ে নেই কোন বেদনা
স্বপ্ন একটা, জীবন আমার
বাংলা চিরকাল, এ বাংলা আমার, এ বাংলা আমার।।

আমি ভালোবাসি, ভালোবাসি, ভুলি নাই,
এ বাংলা আমার।
বাংলা আমার প্রাণ, আমি বাংলা ভালোবাসি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন