বোরহানুল ইসলাম লিটন

কবিতা - ছি! বাঙালি ছি!

লেখক: বোরহানুল ইসলাম লিটন
ধরণ: ছড়া

ছি! বাঙালি ছি!
ক্যামনে আজও, কোন মুখে কও
থ্যাংকস্ ব্রো ফলো মি!
ছি! বাঙালি ছি!

ভাষার তরে প্রাণ যে দিলো
রক্ত যারা ঘাম,
হৃদ মহলের অন্দরে তার
নেই কি বিশেষ দাম!

বলছো যদি ‘ভাই ওরা ভাই!’
বক্ষে কেন ড্যাড হ্যালো হাই?
হয় না কি ওই কণ্ঠ বিবশ
বলতে ফি বা ফ্রি!
ছি! বাঙালি ছি!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন