একটা বুকের ভেতর
কয়েক শত পৃথিবীর
কষ্ট জমে থাকে
একটা বুকের ভেতর
জেগে থাকে কতো শত
নির্ঘুম সহস্র রাত
একটা বুকের ভেতর
অগ্নিগিরির লাভার মতো
গড়াতে থাকে রক্তপাত
একটা বুকের ভেতর
তিলে তিলে জন্ম নেয়
হাজার স্বপ্নের বাগান
একটা বুকের ভেতর
শত স্বপ্নেরা মরে যায়
জেগে ওঠার আগেই
একটা বুকের ভেতর
জ্বলতে থাকে চিতা অনির্বাণ
একটা বুকের ভেতর
শ্যাওলার মতো জমতে থাকে
অবজ্ঞা আর অবহেলার
সারিবদ্ধ এপিটাফ
একটা বুকের ভেতর
বসত গড়ে নত হবার ক্ষত
একটা বুকের ভেতর
বিধ্বংস হয় যুদ্ধ জাহাজ
ভাংগাচোরা বিমান বন্দর
একটা বুকের ভেতর
তুমিহীন পতিত জমি থাকে
ফসল ফলবে না জেনেও
আজীবন চাষ করে যেতে হয়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন