কবিতা - আমার রানি কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা আমার রানি (দীর্ঘায়ু হন দগ্ধে মারতে দাসকে তাঁর!) হঠাৎ খেয়াল হল, দিলেন সস্নেহ এক উপহার! গেলেন চলে অনুগ্রহের চাউনি হেনে! তার মানে- ‘তার চেয়ে ঐ নালার জলে দাও ভাসিয়ে প্রেম তোমার!’ ♥ ০ পরে পড়বো ১১৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন