একটি ফুলের মতো শিশু
জুবায়ের আব্দুল্লাহ নাসিফ
আপার সাথে খেলতো আর চলতো ভাইয়ের সাথে,
তাদের ছাড়া দিন কাটতো না, ঘুম হতো না রাতে।
কবুতরের সাথে সে যে
যেতো মহাদূরে,
মার আঁচলেই থাকতো সে যে
অনেক আদরে।
সবে তখন মন দিয়েছে বিদ্যালয়ের পাঠে,
বন্ধু নিয়ে মজার খেলা খেলেই সময় কাটে।
এক যে রাতে শুনলো সে যে
গোলা-গুলির সুর,
সেদিন যেই প্রাণ হারালো ছোট্ট একটি ফুল।
তাদের ছাড়া দিন কাটতো না, ঘুম হতো না রাতে।
কবুতরের সাথে সে যে
যেতো মহাদূরে,
মার আঁচলেই থাকতো সে যে
অনেক আদরে।
সবে তখন মন দিয়েছে বিদ্যালয়ের পাঠে,
বন্ধু নিয়ে মজার খেলা খেলেই সময় কাটে।
এক যে রাতে শুনলো সে যে
গোলা-গুলির সুর,
সেদিন যেই প্রাণ হারালো ছোট্ট একটি ফুল।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৮৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন