আদরের ছোট বোন সিমু

মোঃ শামছুউদ্দিন হাওলাদার মোঃ শামছুউদ্দিন হাওলাদার

আমি তোমার বড় ভাই গো
তুমি হইলা আদরের ছোট বোন সিমু।
কয়জন তার লক্ষ্য কে খোজে,
ভাববে কাকে সে আমার মাথার ছাতা।
সেই দুর্দিনে প্রিয়জন,
এই হলো ছোট বোন সিমু আকতার।
বোন যে আমার সবসময় ছায়া মতো থাকে,
বিপদে আসলে সবার আগে বোন যে পাশে,।
কত কষ্ট ও যন্ত্রনা দেই না কেনো,
সব ভুলে গিয়ে ভাইয়ের পাশে থাকে,
সম্পর্কঅটুট থাকুক,অটুট বন্ধন
সুভাষে ছড়া ভাই-বোনের যেনো চন্দন।
চাদের সাথে সুর্যাস্ত যেমন,ভাইয়ের সাথে বোনেন সম্পর্ক কখনো ছিন্নতা হবে না।
যত থাকুক ঝগড়াঝাঁটি, থাকুক দুরত্ব আর থাকুক অনাবিল
ভাইয়ের বিপদে বোনে থাকে পাশে,
এটা দুনিয়ার নিয়মরীতি।
ভাই -বোনের ভালোবাসা থাকবে চিরদিন,
সিমু আকতার আদরের ছোট বোন।
বোনটি জন্য সকলেই দোয়া করবেন,
ভবিষ্যতে জন্য বড় কিছু হতে পারে,
বোনটির জন্য দোয়া রইল সর্বদাই,
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন