—
১.
ভোটের নামে রাতের বেলা,
গণতন্ত্র ঘুমায় বালিশের তলা।
২.
ব্যালটে আগুন, মানুষের মন পুড়ে,
আল্লাহর আইন ভুলে গেছে ঘোরে।
৩.
নেতার মুখে ধর্মের বুলি,
কাজে দেখি শুধু দলবাজ তুলি।
৪.
সুবহে সাদিক ফজরের আজান,
ভোটের মিছিলে নেই সে গান।
৫.
দাওয়াতের কথা, ইসলামি স্বপ্ন,
কিন্তু ভোটে দেখা যায় ভণ্ডতার যন্ত্র।
৬.
যে দলে আছে সত্যের ডাক,
তাদেরে ভয় পায় ক্ষমতার ফাঁক।
৭.
মসজিদে আমিন, মাঠে মিথ্যা,
এই তো রাজনীতির নিত্য চিত্রা।
৮.
লিফলেটে ইসলাম, কাজে জুলুম,
এই দ্বিচারিতা – জাতির বেদনা ধুম।
৯.
বক্তৃতা লম্বা, বিবেক ছোট,
চা খাওয়ায় নেতা, কিন্তু খায় ভোট।
১০.
মানবতার কথা মুখে বলে,
অন্যের অধিকার ছিনিয়ে চলে।
১১.
কুরআনের হুকুম তারা রাখে না মনে,
ভোটের সময় আল্লাহ থাকে ব্যানারে।
১২.
সত্যের সৈনিক ঘরে বসে কাঁদে,
ভোটের মাঠে দীনহীন সাধে।
১৩.
আদর্শের নামে পুতুল খেলা,
বিবেক বিক্রি এক টাকার বেলা।
১৪.
রাতের ভোট, দিনের নাটক,
জনগণের মন আজ বিষাক্ত।
১৫.
বাজারে আগুন, মসজিদে ধোঁয়া,
ভোটের ফল শুধু কাগজে শোয়া।
১৬.
যে বলে “ন্যায়”, তারে মারে,
যে বলে “দল”, তারে চারে।
১৭.
ভোটের সময় মিষ্টি মুখ,
ভোটের পরেই তালা রুখ।
১৮.
ইমান বিকায়, ভোটে দাম বাড়ে,
কুরআনের আলো ম্লান অন্ধকারে।
১৯.
আল্লাহর পথে চাই বিচার,
দল নয়, চাই ঈমানের ভিত্তি চার।
২০.
নেতা বদলায়, আল্লাহ থাকেন,
এই সত্য ভুলে মানুষ ডাকেন।
—

মন্তব্য করতে ক্লিক করুন