সমুদ্রের ধারে একটা দিন কাটানো —
এইটুকুই শুধু চাওয়ার থাকে।

এই চাওয়াটুকু ঘিরে
মেঘ করে
বজ্রপাত ঘটে
বহু-প্রতীক্ষিত বৃষ্টি নেমে আসে।
সবকিছু অতিক্রম করে সমুদ্রের
কাছে পৌঁছই।

আকাশ আর শূন্যতা
শূন্যতার প্রান্ত নেই কোনো।

কোটি কোটি বছরের মেঘে-ঢাকা আকাশ
কোটি কোটি বছর আগেকার আলো….

পরে পড়বো
২৫
মন্তব্য করতে ক্লিক করুন