একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা – ৩
আহমদ ছফা
আমাকে স্মরণে রেখো
মাননীয় বদ্ধ তরুবর !
আমারে হাদয়ে রেখো, মনে পড়ে?
ভীষণ দরদ ভরা মুগ্ধ শিশু এক
তোমার দীঘল শাখা কার্তিকের ঝড়ে
ভেঙে গেলে চুপে চুপে কেঁদেছে অনেক ।
মনে পড়ে ? ছিপছিপে চঞ্চল কিশোর
খুঁজেছে টিয়ার ছানা ডালের খোড়লে
হাঁসের পাখার মতো তুলতুলে ভোর
দেখেছে চরণ রাখে নদীর কোমলে।
মনে পড়ে? এতোটুকু হাঁট ফেরা ছেলে
মাথায় ধরে না বোঝা, ভাতঘুম রাতে
সুরা এখলাস্ মুখে বড়ো রাস্তা ফেলে
নেমেছে ভুতের ভয়ে বিলচেরা পথে।
মনে পড়ে ? একজোড়া বালক বালিকা
নিঝুম দুপুর বেলা সাজালো বাসর
তেলতেলে লালফলে গাঁথিল মালিকা
একমনে খেলা করে বধূ আর বর।
মাননীয় বদ্ধ তরুবর !
আমারে হাদয়ে রেখো, মনে পড়ে?
ভীষণ দরদ ভরা মুগ্ধ শিশু এক
তোমার দীঘল শাখা কার্তিকের ঝড়ে
ভেঙে গেলে চুপে চুপে কেঁদেছে অনেক ।
মনে পড়ে ? ছিপছিপে চঞ্চল কিশোর
খুঁজেছে টিয়ার ছানা ডালের খোড়লে
হাঁসের পাখার মতো তুলতুলে ভোর
দেখেছে চরণ রাখে নদীর কোমলে।
মনে পড়ে? এতোটুকু হাঁট ফেরা ছেলে
মাথায় ধরে না বোঝা, ভাতঘুম রাতে
সুরা এখলাস্ মুখে বড়ো রাস্তা ফেলে
নেমেছে ভুতের ভয়ে বিলচেরা পথে।
মনে পড়ে ? একজোড়া বালক বালিকা
নিঝুম দুপুর বেলা সাজালো বাসর
তেলতেলে লালফলে গাঁথিল মালিকা
একমনে খেলা করে বধূ আর বর।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৯২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন