ঝড়ের কেশরে মড়মড়স্বরে
তোমার শাখায় বেজেছে বাজন
দেখেছি নিরখে লটকে ঝটকে
বয়েসী জটার মরমী নাচন।
জ্যৈষ্ঠ প্রহরে মেঘের চিকুরে
কালোতে লেগেছে আলোর চমক
পাতায় খোঁপাতে শ্যামল শোভাতে
দিঠিতে আমার নাচেনি পলক।
নবীন মেঘের প্রথম জলের
ধারায় ভেসেছে উজানী মাগুর
বিজুলী ঝিলিকে চিলিক মিলিকে
দেবতা হেঁকেছে গুড় গুড় গুড়।
আষাড়ে বরষা নেমেছে সহসা
হাত পা ছুঁড়েছে জলের শিশুরা
শ্রাবণ ধ্বনিতে পেয়েছি শুনিতে
গহন গীতিকা পরাণ বিধুরা ।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন