কার ইশারায় চলে

আবু জাফর মহিউদ্দীন আবু জাফর মহিউদ্দীন

মেঘের ডাকে জমিন কাঁপে
বর্ষে পানির ধারা,
ফল ফসলে ভরে ওঠে
মাঠ ঘাট সারা।

পানির মূল্য দিতে পারে
কে আছে ধরনীতে
শুকুর বিনে উপায় কিরে
জীবন বাঁচায় পানিতে।

মাঠে মোরা বীজ ছাড়ি
সবাই ফিরি বাড়ি,
মাটির গর্ভে পোষে কুঁড়ি
আনন্দে মোরা লুটি।

কখনো ভাবি, কার ইশারায়
এই পৃথিবীর চলে,
বৃক্ষের মাঝেই রিজিক মোদের
থাকি ভূবন তলে।

সাগর- নগর,খনি দানা
সবই প্রভুর জানা,
যার দয়াতে আছি ধরায়
তাঁর নাফরমানি মানা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন