তোমরা যদি কথা বলতে চাও–
এসো আমার ঘরে, আমি ঘর পেয়েছি,
এসো,
আমার ঘরে উদ্যত বন্ধুতা।
তোমরা যদি ছায়া গুনতে চাও–
এসো আমার ঘরে, আমার মুখের উপর আলো
পিছ-দুয়ারে ছায়া খরস্রোতা।
কিংবা যদি বাহিরই চাও, এসো এসো এসো
নীল পাথরে হাঁটি :
সেই মুহূর্তে নিভে গেল ঘরে সকল বাতি।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন