শুভশ্রী রায়

কবিতা - মৌসুমী হাওয়া

লেখক: শুভশ্রী রায়

মৌসম মৌসম হাওয়া, কখনো পাওয়া
হয় না আমার, পেলে উড়ে যাওয়া
বোধ করি, ছিল একরকম নিশ্চিত।
অন্য দিকে, মৌসম মৌসম হাওয়া
সব ঋতু এমন কী শীতকালেও খাওয়া
হয়ে গিয়েছে হায়, দেবলোকের রীত!
যদিও তার দ্বারা হয়নি আমার হিত
তবু দু’ কান ভরে শুনি এই বায়ুর গীত।

এমন কী আমার ব্যক্তিগত দেবও
সব ব্যাপারে কড়া, তবু পাক্কা ক’ব
ছয় ঋতুতেই সেবন করেন এই হাওয়া!
আমি বলব না যে এই বাতাস বেহায়া
কেন হাওয়ার নামে মিছে কুৎসা গাওয়া
যখন বীর দেবগণও চেয়ে চেয়ে খাচ্ছে
এবং সব সময়েই ঘরে-পথে পেয়ে যাচ্ছে
রঙ্গোপসাগরের মৌসম মৌসম হাওয়া?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন