দর্পণ কবীর

কবিতা - বিনীত প্রার্থনা

লেখক: দর্পণ কবীর

সূর্যকে আড়াল করে দাঁড়িয়ো না।
সূর্যোদয়ের গানে ভেঙেছে আমার
দীঘল ঘুম। এই দেখো, বুকের পাঁজরে
খিলখিলিয়ে হাসছে অবরুদ্ধ বেদনা,
ফুটছে স্বপ্নের পারিজাত। পাখিরা
গলা সাধছে বনে, নদীরা
ফিরে পেয়েছে যৌবন। কবিতার
মিছিলে সময় ছিঁড়েছে দুঃসময়ের শেকল।
আমার আঙিনায় সব সুন্দর মেতেছে
ধ্রুপদী গল্পে। ভোরের ডালিতে
খুঁজো না দীর্ঘশ্বাস, স্মৃতির সিম্পনি…।
প্রাণের আলোতে আজ প্রাণের ঝিলিমিলি।

কোনো দাবি নেই, দফা নেই
ভালোবাসি এবং বাসবো বলেই
আমি মাথা তুলে দাঁড়িয়েছি।
সূর্যকে আড়াল করে দাঁড়িয়ো না।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন