বদলে গেল গল্পগুলো
কাব্য যত নদী
এমন বদল হতো না তুমি
থাকতে পাশে যদি।

বদলে গেল আকাশের রঙ
মূষরে গেল চাঁদ
জ্যোস্না ছাড়া রাত্রি হলো
লাবণ্যহীন ফাঁদ!
অন্ধকারে মিলিয়ে গেল
সকল তারার জ্যোতি।

সাগর জলে ঢেউ ওঠে না
মরুর বুকে ঝড়
হাসে না কেউ, কান্না গুমোট
ভাসায় চরাচর।
ফিরলে তুমি জলের ধারা
বইবে নিরবধি।

২৩৯
মন্তব্য করতে ক্লিক করুন