লিখলে লেখা যেত হেসেখেলে, রক্তচাপ না বাড়িয়ে
কুৎসার ‘ক’, খচ্চরের ‘খ’, গাধার ‘গ’ এবং
অযাচিত ‘অ’
এগুলো দিয়েও রীতিমতো কবিতা হয় বই কী!
যাঁরা লিখতে পেরেছেন তাঁদেরকে প্রণাম
যাঁরা লিখতে চাইছেন তাঁদেরকে শুভেচ্ছা
আমি আপাতত লিখি আমার কমরেডের ‘ক’
খবরের ‘খ’, গরমিলের ‘গ’ এবং অল্প একটু
‘অ।
আমি এখনো কুৎসার ‘ক’ অবধি পৌঁছুতে পারিনি এদেরকে ছাড়িয়ে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন