আব্দুর রহমান আনসারী

কবিতা - অনন্যা তুমি নারী

লেখক: আব্দুর রহমান আনসারী

অনন্ত বিশ্বলোক মাঝে
তোমার সগর্ব বিচরণ!
সীমাহীন আকাশের নীলনীলমায়,
তুমি—–
মোহনীয় অপরূপা।

শিমুল-পলাশের এ
ফাগুন রাঙা বসন্ত দিবসে
তোমার মহিমা-গাঁথায়,
অনন্য অনুভবে মাতোয়ারা
বিশ্বভুবন।

শুধুই স্তুতিবাক্য আর
তোমার স্বশক্তিকরণের
মধুর উচ্চারনে
জয় করতে চায় তোমাকে।
এ ক্ষুধাদীর্ণ পৃথিবী সম্বৎসর
শোষণের গর্বোদ্ধত উল্লাসে
পিষ্ট ক’রে চলে
তোমার জীবন।

আজ এ নারী দিবসে ;
শুধুই অন্তহীন লজ্জা !
পোড়া বারুদের ধোঁয়ায়
মুক্ত নীলাকাশ বিষবাসে পূর্ণ,
নিকষ কালো আঁধারে
দিশাহীন রাত।

অনন্যা তুমি,
কৃত্রিম বিজয়োল্লাস আর নয়,
চলো—–
আত্মগরীমায় পূর্ণ নারীত্বের
অধিকারে দুর্বার মিছিলে,
নতুন সূর্যোদয়ের প্রহরে
হাতে রেখে হাত।

রচনাকাল ……….////০৮/০৩/২০২২

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন