লম্বা মতো লোকটিকে দেখছেন? কমরেড থাকেন ঢাকুরিয়া
চাইলেই হ’তে পারতেন বড়, মেজ বা ছোট কোনো
চাকুরিয়া
কিন্তু উনি মোটেই চাকরিবাকরির চালু পথ দিয়ে
হাঁটেননি
সরকারি বা বেসরকারি চাকরি পাওয়ার জন্য বই
ঘাঁটেননি
তার বদলে সাম্যবাদী দলকেই দিয়েছেন নিজের পুরো জীবন
দলের কথাই উনি ভাবেন প্রতি দিন এবং প্রায়
সারাক্ষণ।
দলের জন্য উনি যে কারুর কাছে যে কোনো সময়ে
চান টাকা
বেশিরভাগই পায়ে হেঁটে, কখনো বা দলের দেওয়া
চার চাকা;
দলের জন্যই পাতেননি নিজের বড় সুখের একাম্ত
সংসার
দেখেন দলের স্বার্থ সব আগে, দলের সামনে নারী কী আবার!
এমনই মানুষ, সাম্যবাদী দলের নেতা যদিও একটু ঠোঁটকাটা
আফসোস! এমন কমরেডের পিছু হয়নি বেশি মিছিল- হাঁটা।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন