সুদীপ তন্তুবায় নীল

কবিতা - অতি চাহিদায় চাই আরও চাই

সুদীপ তন্তুবায় নীল

অতি চাহিদায় চাই আরও চাই
ভীষণ বদভ্যাস!
জ্ঞানপাপী হয়ে নিজেরা নিজের
করছি সর্বনাশ!

যেটুকু প্রাপ্য, ততটাই পাবো
যতই মারি না টান!
যেচে কোনোদিন মূল্য চাইলে
থাকে না যে সম্মান।

২৬১
মন্তব্য করতে ক্লিক করুন