ভাগ্য ও চেষ্টা

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

হাত ধরতে সবাই পারে
ধরা কঠিন নয়,
ওই হাতটি ধরে পথ চলাটাই
আসল পরিচয়।

মনের মানুষ ভাগ্যে থাকে
ভাগ্যে ফোটে ফুল,
চেষ্টা ছাড়াই ভাগ্যের উপর
দোষ চাপানোও ভুল।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন