বিকেলের শেষে ক্লান্ত পাখিরা
ফিরে গেছে সব ঘরে।
ভালোথাকাগুলো আজীবন শুধু
থাকুক তোমাকে ঘিরে।
ভালো থাক যত অলিখিত কথা
আমিও ভালো থাকি।
ধার-বাকি নয়, নগদে তবুও
যন্ত্রণা কিনে রাখি।
বিকেলের শেষে ক্লান্ত পাখিরা
ফিরে গেছে সব ঘরে।
ভালোথাকাগুলো আজীবন শুধু
থাকুক তোমাকে ঘিরে।
ভালো থাক যত অলিখিত কথা
আমিও ভালো থাকি।
ধার-বাকি নয়, নগদে তবুও
যন্ত্রণা কিনে রাখি।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন