হল না এ জীবনে কোনো কিছু, দামী ঘর-গাড়ি
বেঁচে যাব পাই যদি এক টলটলে ছড়ার বাড়ি
সে বাড়ির মালিক হবেন বিরাট এক ছড়াকার
বাতায়ন দরজা সব হবে মজারু ছড়ার আকার
সহজিয়া হাওয়ার মতন বাড়িটায় ঢুকবে ছড়া
নিষেধ সেথা মিল আর ছন্দ ছাড়া অন্য পড়া
বাড়ির ভেতর বরষার জলের মতন ঝরবে ছড়া
আমার খাতা আর কলমে সে পড়বেই পড়বে ধরা
সে বাড়ির ছোট্ট সবুজ মাটির প্রাণে ফলবে ছড়া
দেওয়াল, উঠোন, বাগান সব কিছু তার ছড়ায় গড়া
বাড়িটা খুঁজে ফিরি রোজ সকাল-রাতে প্রাণেপণে
তবে তাকে খুঁজতে হয় নিজের ভেতর অন্য মনে
এখনো পাইনি খুঁজে তবু জোর দিয়ে চলছে খোঁজা
পেলেই ডাকব তোমায় ছোট্ট সোনা, বলছি সোজা।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন