কবিতা - বদলেছি পথ সুদীপ তন্তুবায় নীল বিরহের কবিতা হারাতে হারাতে হারিয়েছি সব হারানোর ভয় পাই না, আবারও ভীষণ যন্ত্রণা দিয়ে দাঁড়িয়ে দেখবে তাই না! পারবে না আর, বদলেছি পথ যে পথে কখনও আসতে, ভুলবো না তবু, একটা সময় অনেকটা ভালোবাসতে। ♥ ০ পরে পড়বো ২২৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন