কে-ই ধরিবে হাল?
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

পূর্বআকাশের কোনায় দেখি,
জমেছে ধূসর মেঘ!
ঘরের জওয়ান ঘুমিয়ে কেন?
ওঠে তা তাকিয়ে দেখ!

এখনই সময় তৈরী হতে,
করিসনে আর হেলা।
নির্ঘুম চোখে কাটিয়েছি কত ;
মোদেরই জীবন বেলা।

ঘুমিয়ে তোরা থাকিস যদি,
কে-ই ধরিবে হাল?
আমরা তো এই জগত পুরে,
থাকবো না চিরকাল।

ঘনঘটা এই মেঘের গর্জন,
তোদের-ই রুখতে হবে!
আগামীর এই পৃথিবীর হাল,
ধরিতে পারিবে তবে!

নয়তো শকুন, শিয়াল-শাবকে
বাড়াবে তার উৎপাত!
সে দিন তোদের জাগরণ শুধু
কপালে রাখিতে হাত।

অতীতের যাঁরা রথী, মহারথী,
হেঁকেছে বাঘের হুংকার,
ইতিহাস বলে তাঁদের রক্তে
পেয়েছি মোদের অধিকার।

সে দিন যাঁরা-ই ঘুমিয়ে ছিল,
রয়েছে তাদেরও স্মৃতি!
চিল-শকুনের আহার হয়েছে,
কী, করুণ পরিণতি!

অতঃপর তুমি জেগে ওঠো আজি,
রাখিতে জীবন বাজি,
প্রলয়-নিশান ভেদিতে-ই হবে
জওয়ান, তোমাকে আজ-ই।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন