শূন্য’র মান
বোরহানুল ইসলাম লিটন
যে কেউ বসালে শূন্য এককের ডানে
বেড়ে হয় সংখ্যাটা নামী,
তোমার অবর্তমানে
আমার ডানেও তো শূন্য’রই মেলা
পূর্ণতার মান কেন র’লো তবে চির নিম্নগামী?
অস্থির মননে বাড়ে ফুঁসে সংশয় -
আমি কি একক নয়?
বেড়ে হয় সংখ্যাটা নামী,
তোমার অবর্তমানে
আমার ডানেও তো শূন্য’রই মেলা
পূর্ণতার মান কেন র’লো তবে চির নিম্নগামী?
অস্থির মননে বাড়ে ফুঁসে সংশয় -
আমি কি একক নয়?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন