বল, বৃষ্টি আজ তোর মনের কথা বল!
করিস না যেন কোনো অকারণ ছল
পড়ছিস সকাল থেকে নিয়ে দলবল
হাসছে নদী আর পুকুর করে কলকল
এর পরেও পাই না তোর মনের তল!
বল, তোর দুই চোখে ধরে কত জল?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন