আবু সাঈদ মুক্তপন হয়ে
এ বাংলার মাটিকে বাচাঁতে,
এসেছে এ বাংলার আকাশে
নতুন সূর্য হয়ে জাগাতে।
শহীদ মুগ্ধের রক্তের দাগে
দেখ ঐ নভঃ কাঁদছে,
গর্বিত লাল সবুজ পতাকা
পতঃপত উড়ছে আকাশে।
স্বৈরাচারের মসনদ ভেঙে চুরমার
যাদের প্রেরণায় জাতি লোভিছে,
মাজলুমের হুংকারে ফেরাউনের আত্মা
শকুনের শীর আজ ভেঙেছে।
ভুলবো না কখনো থাকতে রক্ত
বৃথা যাবে না শহীদের স্বপ্নো,
ছাত্র জনতার ঐ আগষ্টের বিপ্লব
ভুলবো না মোরা আর কখনো।
আমরা ঐ প্রজন্মকে চাই শিখাতে
কিভাবে সাঈদ-মুগ্ধরা দিয়েছে রক্ত?
মোরা দেশের জন্য ধরবো অস্ত্র
শত্রুর শীর ভেঙে, গড়বো ঐক্য।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন