ভাষা আন্দোলন
এ কে দাস মৃদুল
স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায় পাতায়
জাগ্রত আজও বাঙালির জাতিসত্তায়
আত্মগরিমায় ওরা সেদিন এখানে ঘোষণাপত্র পাঠায়
বাঙালির প্রতিবাদী কণ্ঠরোধের অপচেষ্টায়
দু’অঞ্চলে একমাত্র উর্দুই রাষ্ট্রীয় ভাষায় চায়
প্রতিবাদে ছাত্র-জনতা উত্তেজনায়।
রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানের মুখরতায়
ইশতাহার হাতে কম্পিত গলায়
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেদিন নেমে আসে রাস্তায়
চারিদিকে মিছিলের খবর ছড়ায়
দাবি উত্থাপনে ওরা এগিয়ে যায় আইনসভায়
পুলিশ নির্বিচারে গুলি চালায়।
সালাম-রফিক-বরকত-জব্বার মাটিতে লুটায়
কিশোর অহিউল্লাহও প্রাণ হারায়
বিক্ষোভের দাবানলে এভাবেই দিন কেটে যায়
রাষ্ট্রভাষার দাবি থাকে তমসায়
কিছুদিন পরে একদিন সুখবর আসে বাংলায়
সেদিনই রাষ্ট্রভাষার মর্যাদা পায়।
জাগ্রত আজও বাঙালির জাতিসত্তায়
আত্মগরিমায় ওরা সেদিন এখানে ঘোষণাপত্র পাঠায়
বাঙালির প্রতিবাদী কণ্ঠরোধের অপচেষ্টায়
দু’অঞ্চলে একমাত্র উর্দুই রাষ্ট্রীয় ভাষায় চায়
প্রতিবাদে ছাত্র-জনতা উত্তেজনায়।
রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানের মুখরতায়
ইশতাহার হাতে কম্পিত গলায়
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেদিন নেমে আসে রাস্তায়
চারিদিকে মিছিলের খবর ছড়ায়
দাবি উত্থাপনে ওরা এগিয়ে যায় আইনসভায়
পুলিশ নির্বিচারে গুলি চালায়।
সালাম-রফিক-বরকত-জব্বার মাটিতে লুটায়
কিশোর অহিউল্লাহও প্রাণ হারায়
বিক্ষোভের দাবানলে এভাবেই দিন কেটে যায়
রাষ্ট্রভাষার দাবি থাকে তমসায়
কিছুদিন পরে একদিন সুখবর আসে বাংলায়
সেদিনই রাষ্ট্রভাষার মর্যাদা পায়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন